সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভালো কিংবা মন্দ ধারণা পোষণে মানুষের করণীয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০০ পিএম, ১ মার্চ ২০১৯ শুক্রবার

মানুষের প্রতি যে কোনো বিষয়ে ভালো ধারণা পোষণ করা উত্তম ইবাদতের সমতুল্য। তবে কারো প্রতি কখনো খারাপ ধারণা পোষণ করা ঠিক নয়। কুরআন এবং হাদিসে মানুষের প্রতি খারাপ বা মন্দ ধারণা পোষণকে গোনাহের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন-

‘হে ঈমানদারগণ! তোমরা অধিক ধারণা থেকে দূরে থাক। কারণ কোনো কোনো ধারণা পাপ। আর তোমরা একজন অন্যজনের গোপনীয় বিষয়ে খোঁজ নিও না। আর একজন অন্য জনের গিবত করো না।’ (সুরা হুজরাত : আয়াত ১২)

 

অযথা কারো প্রতি মন্দ ধারণা পোষণ করে গোনাহগার হওয়া থেকে বিরত থাকাই শ্রেয়। হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে উপদেশই দিয়েছেন। হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- ‘তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কারণ ধারণাভিত্তিক কথা সবচেয়ে বড় মিথ্যা।
- তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না।
- আর তোমরা একে অপরের ব্যাপারে হিংসা-বিদ্বেষ পোষণ করো না। এবং
- পরস্পর শত্রুতা ও দুশমনি পোষণ করো না।

বরং হে আল্লাহর বান্দারা! ভাই ভাই হয়ে থাক। যেভাবে তোমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে।’ (বুখারি)

সুতরাং মানুষের প্রতি কখনো কোনো খারাপ ধারণা পোষণ নয়, বরং সবার প্রতি ভালো ধারণা পোষণ করে সাওয়াব ও কল্যাণের অধিকারী হওয়া জরুরি। কেননা সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধের পরিবেশ সৃষ্টি করতে পরস্পরের প্রতি সুধারণা পোষণের বিকল্প নেই।
আবার অযথা কারো প্রতি খারাপ ধারণা পোষণের মাধ্যমে তার চরিত্র হনন থেকে বিরত থাকাও জরুরি। কারণ এতে রয়েছে মারাত্মক গোনাহ।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে খারাপ ধারণ পোষণ থেকে বিরত থেকে একে অপরের প্রতি ভালো ধারণা পোষণ করার তাওফিক দান করুন। আমিন।