বন্দরে পানির জন্য হাহাকার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
সংস্কারের ৪ মাসের মাথায় আবারো বিকল হয়েছে বন্দরের লক্ষণখোলা পাম্প। ফলে এক সপ্তাহ ধরে পানি নেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের দাসেরগাঁও, চৌরাপাড়া ও লক্ষণখোলা এলাকায়।
পানির অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ। মঙ্গলবার হঠাৎ লক্ষণখোলা পাম্প নষ্ট হয়ে গেলে বন্ধ হয়ে যায় পানি সরবরাহ । ফলে এলাকায় পানির তীব্র হাহাকার সৃষ্টি হয়।
২৫ নং ওয়ার্ড চৌরাপাড়া এলাকার বাসিন্দা শাহজালাল বলেন, গত সপ্তাহের মঙ্গলবার পাম্পটি বিকল হয়েছে। এক সপ্তাহ হতে চলল তা ঠিক করার কোনো উদ্যোগ নেয়নি ওয়াসা। আমরা পানি কষ্টে আছি। বিভিন্ন জায়গায় থেকে বহু কষ্টে শুধু খাবার পানি সংগ্রহ করছি। জানিনা আর কত দিন এ দুর্ভোগ পোহাতে হবে।
ঢাকা ওয়াসার নারায়ণগঞ্জ মডস জোনের নির্বাহী প্রকৌশলী বলেন, লক্ষণখোলা পাম্প হাউসের পাম্প নষ্ট হয়ে গেছে। শিগগির তা মেরামত করা হবে।
গত জুলাই মাসে লক্ষণখোলা পাম্প হাউসের বোরিং নষ্ট হয়ে যায়। এতে এলাকায় তীব্র পানি সংকট দেখা দেয়। পানির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল , পাম্প হাউজ ঘেরাও ও মহাসড়ক অবরোধ করে এলাকাবসী। এরপর পাম্পটি মেরামত করে ওয়াসা।