বুধবার   ২০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৬ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমি ফিরতে চাই : রেহানা জলি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৮ এএম, ২ মার্চ ২০১৯ শনিবার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রেহানা জলি প্রায় এক বছরের বেশি সময় ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অনেক ধরনের চিকিৎসার পর ধীরে ধীরে তিনি কিছুটা সুস্থ হয়ে উঠছেন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে আবার কাজে ফিরতে চান বলে শুক্রবার বিকেলে ডেইলি বাংলাদেশকে জানালেন গুণী এই অভিনেত্রী।

 

রেহানা জলি বলেন, ‘আমি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি। নানা ধরনের ওষুধ নিয়মিত সেবন করতে হচ্ছে। এখন আগের চেয়ে অনেক ভালো আছি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। যদিও পুরো সুস্থ হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন ডাক্তাররা। তবে আমার শারীরিক অবস্থা কিছুটা কাজের উপযোগী হলেই আমি চিকিৎসার পাশাপাশি শুটিং চালিয়ে যাব।

 

তিনি বলেন, ‘আমার পিঠে কিছুটা ব্যাথা রয়েছে। পিঠের ব্যাথা বিশেষজ্ঞ ডাক্তার মরিুজ্জামান খানকে দেখানোর জন্য দুই মাস আগে সিরিয়াল দিয়ে রেখেছি। শনিবার সবকিছু ঠিক থাকলে তাকে দেখাবো। নিয়মিত একাধিক ডাক্তারের পরামর্শে ওধুষ সেবন করছি। আমি তারাতারি সুস্থ হয়ে কাজে ফিরতে চাই।


রেহানা জলি বলেন, বেশ কিছু অসমাপ্ত কাজ রয়েছে যেগুলো শেষ করা খুব দরকার। এ ছাড়া নতুন অনেক কাজের বিষয়ে পরিচালকেরা যোগাযোগ করছেন। কিন্তু অসুস্থতার জন্য আফি কাজে ফিরতে পারছিনা।

 

গত বছরের শুরুর দিকে রেহানা জলি খুবই অসুস্থ ছিলেন। সে সময় ঠিকমত কথা বলতে পারতেন না। হাঁটাচলা করতে পারতেন না। কাঁপুনি দিয়ে জ্বর আসতো। প্রথমে তার রোগ নির্ণয় করা যায়নি।

কয়েকজন চিকিৎসক দেখানোর পর বক্ষব্যাধি স্পেশালিষ্ট ডাঃ আক্তার বিশ্বাসের মাধ্যমে জানতে পারেন, ফুসফুস ও  মেরুদন্ড ক্ষয়ে যাওয়া রোগে ভুগছেন তিনি।

রেহানা জলি দীর্ঘদিন মঞ্চ নাটকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন। ১৯৮৫ সাল থেকে এখন পর্যন্ত প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

বুলবুল আহমেদের বিপরীতে কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে রেহানা জলির যাত্রা শুরু হয়। প্রথম চলচ্চিত্র অভিনয় করেই ১৯৮৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।