বুধবার   ২০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৬ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিরবের ‘বাংলাশিয়া’ ১১৬ হলে, একদিনে আয় ৪৪ লাখ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১১ এএম, ২ মার্চ ২০১৯ শনিবার

বলিউডের ‘শয়তান’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে পর্দাপন করেছেন ঢালিউডের অন্যতম নায়ক নিরব। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তার দ্বিতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র ‘বাংলাশিয়া’। মালেশিয়ার ১১৬টি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি প্রথম দিনেই আয় করেছেন ৪৪ লাখ টাকা।

 

‘বাংলাশিয়া’র প্রিমিয়ার ‘শো’ ও প্রচারনায় অংশ নিতে মালেশিয়াতে রয়েছেন নিরব। সেখান থেকে ফেসবুকের মাধ্যমে তার এই দ্বিতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র ‘বাংলাশিয়া’র মুক্তিপ্রাপ্ত হল ও প্রথম দিনে সাফল্যের কথা ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন তিনি।

নিরব বলেন, ‘পাঁচ বছর আগে এই চলচ্চিত্রের শুটিং শেষ হলেও মালয়েশিয়া সরকারের নিষেধাজ্ঞার কারণে এত দিন তা মুক্তির আলো দেখেনি। অবশেষে সব বাধা-বিপত্তি উতরে ‘বাংলাশিয়া’ এখন প্রেক্ষাগৃহে। ‘বাংলাশিয়া’ আমার আন্তর্জাতিক দ্বিতীয় চলচ্চিত্র। আমি আমার দেশের মানুষকে উৎসর্গ করেছি ‘বাংলাশিয়া’।

 

মালয়েশিয়ায় নানা ধরনের অপরাধ এবং প্রবাসীদের সঙ্গে অসদাচরণ নিয়ে সাজানো হয়েছে ‘বাংলাশিয়া’ গল্প। এখানে নিরবকে দেখানো হয়েছে বাংলাদেশ থেকে ভাগ্যের সন্ধানে মালয়েশিয়া যাওয়া এক যুবকের চরিত্রে। সে কখনো বাবুর্চি, কখনো আবার আকাশ ছোঁয়া দালানে চুনকাম করছে।

ঘটনাক্রমে নিরব দুর্ভাগ্যের শিকার হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। শেষভাগে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে চরিত্রটি একটি বার্তা দিয়ে যায় মালয়েশিয়ানদের। তা হলো- ঝগড়া নয়, মানুষের সঙ্গে মিলেমিশে থাকো। মূলত, এসব কারণেই ‘বাংলাশিয়া’ আলোর মুখ দেখার আগেই নিষিদ্ধ করা হয়েছিল বলে জানান নিরব।

 

‘বাংলাশিয়া’ পরিচালনা করেছেন মালয়েশিয়ার জনপ্রিয় পরিচালক নেম উই। এতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের মডেল ও অভিনেত্রী আতিকা সোহাইমি। ৯২ মিনিটের ছবিটির নাম প্রথমে ‘মাংগালা কাউবয়’ ছিল, পরে নামকরণ করা হয় ‘বাংলাশিয়া’। চলচ্চিত্রটি মালে, চায়না, তামিল, থাই, ইংরেজি ও বাংলা ভাষায় ডাবিং করা হয়েছে।