বুধবার   ২০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৬ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

যৌন হেনস্থা নিয়ে সিনেমা, বিচারক হেনস্থাকারী!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫২ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার

কয়েক মাস আগে #মিটু ঝড় আছড়ে পড়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বহু তারকা প্রকাশ্যে তাদের ব্যক্তিগত যৌন হেনস্থার অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। 

 

সে সময় অভিযোগের আঙুল উঠেছিল বলিউডের বর্ষীয়ান অভিনেতা অলোক নাথের দিকেও। সেই অলোক নাথই এবার বিচারকের ভূমিকায়। তাৎপর্যপূর্ণভাবে ছবির বিষয় শিশুদের যৌন হেনস্থা!

গত অক্টোবরে অলোক নাথের বিরুদ্ধে টিভি প্রযোজক তথা লেখক বিনতা নন্দা যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। ২০ বছর আগে টিভি শো ‘তারা’র শুটিংয়ে অলোক নাথ তাকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ বিনতার। সেই অভিযোগ গড়ায় আদালত পর্যন্ত। 

 

পরে বিনতার বিরুদ্ধে মানহানির মামলা করেন অলোক নাথের স্ত্রী আশু নন্দা। তার পরিপ্রেক্ষিতে আগাম জামিন পান অভিনেতা।

ব্যক্তিগত জীবনে যৌন হেনস্থার অভিযোগ ওঠা অলোক নাথ কীভাবে এই ধরনের ছবিতে অভিনয়ের সুযোগ পান, তা নিয়ে প্রশ্ন উঠছে বলি মহলে। শোনা যাচ্ছে, নতুন এই ছবির নাম #ম্যায়ভি, অর্থাৎ #মিটু-র হিন্দি প্রতিশব্দ। 

পরিচালনার দায়িত্বে থাকছেন নাসির খান। ইমরান খান, সোনালি রাউত, সুকেশ খন্না, খালিদ সিদ্দিকির মতো অভিনেতা এ ছবিতে অভিনয় করবেন বলে ভারতীয় একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে অলোক নাথ বলেন, আমি এই মুহূর্তে কোনো সিনেমা করছি না। যেটার কথা হচ্ছে, সেটা আগে শুট করেছিলাম। কোনো সমস্যা আছে কি?

বলি মহলের একটা অংশ আবার মনে করছে, #ম্যায়ভি-র কাজ অনেকদিন আগেই শুরু হয়েছে। শিশুর যৌন হেনস্থার ওপর ভিত্তি করে এগিয়েছে চিত্রনাট্য। ফলে #মিটু আন্দোলন বা তার বিষয়ের সঙ্গে এর সম্পর্ক নেই।