বুধবার   ২০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৬ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফটোশ্যুট করে সমালোচনার মুখে সারা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২১ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার

সারা আলি খান, এই নামটি এই মুহূর্তে সিনেমাপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। ‘কেদারনাথ’ ও ‘সিম্বা’ দেখে সকলেই সারার প্রশংসায় পঞ্চমুখ। তবে সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগজিনের ফটোশ্যুটের জন্য নেটিজেনদের কাছে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হল তাকে।

 

ফিল্মফেয়ার ম্যাগজিনের মার্চের কভার গার্ল হিসাবে কেনিয়ার মাসাইমারা ন্যাশনাল পার্কে ফটোশ্যুট করেন সারা। ফটোশ্যুটের সময় সারার পিছনে বেশ কয়েকজন মাসাইমারা উপজাতির পুরুষ ও মহিলাকে দাঁড় করিয়ে ছবি তোলা হয়েছে। 

ফটোশ্যুটের ছবি দেখে বেশকিছু নেটেজেনের অভিযোগ, এখানে মাসাইমারা উপজাতির মানুষকে ফটোশ্যুটের জন্য সামগ্রীর (props) মতো ব্যবহার করা হয়েছে। আবার কেউ অভিযোগ করেছেন, শুধুমাত্র গায়ের রংয়ের জন্যই এ ধরনের ব্যবহার অত্যন্ত নিম্ন রুচির পরিচয়।

 

যদিও বেশকিছু ফটোগ্রাফারের বক্তব্য, এই ফটোশ্যুট নিয়ে ভুল সমালোচনা করা হচ্ছে। ফটোশ্যুটটি শুধুমাত্র কেনিয়ার বিখ্যাত মাসাইমারা ন্যাশনাল পার্ক ও আফ্রিকান সাফারিকে তুলে ধরার জন্যই করা হয়েছে। আর তাই খুব স্বাভাবিকভাবেই সেখানকার মানুষজনও ওই ফটোশ্যুটের ওই জায়গার অঙ্গ হিসাবে উঠে এসেছেন।