এএসপির ফেসবুক স্ট্যাটাসে হারানো শিশু ফিরে পেল অভিভাবক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার
সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বেড়াতে এসে হারিয়ে যাওয়া বাক প্রতিবন্ধী শিশু যিশু মুহুরী (১৩) কে তার অভিভাবকদের কাছে তুলে দিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ (খ) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম তার ফেসবুক আইডিতে বাক প্রতিবন্ধী যিশু মুহুরীকে পাওয়া গেছে মর্মে একটি স্ট্যাটাস দেন। এক পর্যায়ে তা ভাইরাল হয়ে যায়।
পরে যিশু মুহুরীর মা জবা মুহুরী ও বোন মম ফেসবুকের মাধ্যমে তা জানতে পেরে পুলিশের সাথে যোগাযোগ করেন।
নারায়ণগঞ্জ (খ) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে বাক প্রতিবন্ধী যিশু মুহুরীকে নিয়ে তার মা জবা মুহুরী ও বোন মম সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বেড়াতে আসে।এক পর্যায়ে সে হারিয়ে যায়। শিশুদের ব্যাপারে অভিভাবকদের সবসময় সচেতন থাকা জরুরী।