বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবশেষে ক্যামেরার সামনে অহনা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪০ এএম, ৩ মার্চ ২০১৯ রোববার

দুই মাস পর ক্যামেরার সামনে দাড়ালেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। দুই মাস অসুস্থ থাকার পর সুস্থ হয়ে আজ ধারাবাহিক নাটক ‘লাকি থার্টিন’র শুটিংয়ে অংশ নেন তিনি। এ নাটকটি পরিচালনা করছেন ফরিদুল হাসান।

 

শুটিংয়ে ফেরার বিষয়ে অহন বলেন,  দুই মাস পর শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাড়ালাম। এখন সুস্থ অনুভব করছি। ইতোমধ্যে অনেক নাটকের শিডিউল এলোমেলো হয়ে। অনেক কাজ জমে আছে। জমা হওয়া কাজ গুলো আগে শেষ করবো, এরপর নতুন নাটকের কাজ শুরু করবো। 

গেলো জানুয়ারি মাসের ৯ তারিখ রাতে একটি অনুষ্ঠান শেষে উত্তরার বাসায় ফেরার পথে ৭ নম্বর সেক্টরের লেকড্রাইভ রোডের কাছে পৌচ্ছালে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক তার গাড়িকে চাপা দেয়। গাড়ির ড্রাইভিং সিটে বসা ছিলেন অহনা। এ সময় গাড়ি থেকে নেমে ট্রাকচালককে ট্রাক থেকে নামতে বললে গাড়ি টান দেয় চালক। 

 

সে সময় অহনা ট্রাকের জানালা ধরে তখন ঝুলতে থাকেন। ট্রাকটি ১২ নম্বর সেক্টরে গিয়ে অহনাকে ফেলে দেয়। অহনা ছিটকে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এ অভিনেত্রীকে। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই দুর্ঘটনায় মামলাও হয়। বর্তমানে সে ট্রাক ড্রাইভার জেলে রয়েছে। 

এদিকে, অহনা অভিনীত ‘রসের হাড়ি’, ‘নোয়াশাল’, ‘ভালোবাসা কারে কয়’, ‘ছায়াবিবি’, ‘সালিস মানি তাল গাছ আমার’ ও ‘কমেডি-৪২০’সহ বেশ ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে।