বুধবার   ২০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৬ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘যদি একদিন’র প্রচারণায় রাতদিন ব্যস্ত তাহসান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৯ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

আসছে ৮ মার্চ নারী দিবসে মুক্তি পাচ্ছে গায়ক-অভিনেতা তাহসান অভিনীত প্রথম চলচ্চিত্র ‘যদি একদিন’। মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ ছবিতে তাহসানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী। আরো আছেন ‘ঢাকা অ্যাটার্ক’ ছবির খল অভিনেতা তাসকিন রহমান। 

ছবিটি মুক্তি উপলক্ষে বেশ জোরেশোরেই প্রচারণা শুরু হয়েছে। প্রচারণার অংশ হিসেবে রোববার বিকেলে বিএফডিসিতে হাজির হন তাহসান। সেখানে তাকে পোস্টার হাতে দেখা গিয়েছে। এ সময় ‘যদি একদিন’ টিমের সঙ্গে ছিলেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, শাহীন সুমন, মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ, চিত্রনায়ক সাইমন সাদিক, রাইসুল রুজু, রফিক শিকদারসহ অনেকেই।

এর আগে শনিবার রাত ১২ টায় রাজধানীর মগবাজারে নিজ হাতে এ ছবিটির পোস্টার লাগিয়ে প্রচারণা কার্যক্রম শুরু করেন তাহসান। সে সময় নিজের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে লাইভেও আসেন।

 

লাইভে এসে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, আমার অভিনীত ‘যদি একদিন’ ছবিটি ৮ মার্চ মুক্তি পাচ্ছে। এই ঘোষণা আগেই দেয়া হয়। এখন আমি রয়েছি মগবাজারে। আজ থেকে প্রায় ১৬ বছর আগে আমার গানের প্রথম অ্যালবাম প্রকাশের আগে এই মগবাজারেই নিজে হাতে পোস্টার লাগিয়েছিলাম। সে অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয়। আমার অভিনীত প্রথম ছবির পোস্টারটিও প্রথমে আমি নিজে হাতেই লাগাতে চাই।

পোস্টারটি দেখিয়ে এ অভিনেতা আরো বলেন, এই হলো সেই পোস্টার। এখানে আমি মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছি। অন্যদিকে তাসকিন ও শ্রাবন্তী রোমান্স করছেন। আপনারা হলে এসে সিনেমাটি দেখবেন। প্রথমদিন থেকেই আমি ঢাকার মধ্যে মুক্তিপ্রাপ্ত সিনেমা হলগুলোতে যাবো। সেখানে সবার সঙ্গে দেখা হবে।

 

‘যদি একদিন’ ছবির পোষ্টারে তাহসান, তাসকিন, শ্রাবন্তী ও শিশুশিল্পী রাইসা

বেঙ্গল মাল্টিমিডিয়া (আরটিভি) প্রযোজিত এ ছবিতে তাহসান, শ্রাবন্তী ও তাসকিন ছাড়া আরো অভিনয় করেছে সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, শিশুশিল্পী আফরীন শিখা রাইসাসহ অনেকে।