কাশ্মীরে কেন গুলি, কেন নয় গণভোট : কবীর সুমন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১৮ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার
পৃথিবীর ভূ-স্বর্গ নামে পরিচিত কাশ্মীরে এখন যুদ্ধের দামামা। চির প্রতিদ্বন্দি দুই দেশ ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি বিমান হামলা হয়েছে। পাকিস্তানের হাতে আটক ভারতীয় বৈমানিককে ছেড়ে দিলেও পরিস্থিতি এখনো উত্তেজনাময়।
দুই দেশের এই উত্তেজনার মধ্যে কাশ্মিরে ভারত সরকারের নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে সোচ্চার পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী কবীর সুমন। ভূস্বর্গ নিয়ে যখন উত্তেজনা বিরাজ করছে তখন যুদ্ধের বিপক্ষে এবং শান্তির পক্ষে ‘প্রেমের গান’ লিখেছেন প্রখ্যাত এই সঙ্গীতশিল্পী।
শনিবার নিজের ফেসবুক পেইজে গানটি পোস্ট করে সুমন জানিয়েছেন শিগগিরই সুরারোপ করে গানটি ছাড়া হবে। জানালেন, মাত্র ১৫ মিনিটে এই গানের কথাগুলো লিখেছেন বলে যানিয়েছেন তিনি।
গানের কথাগুলো এমন, মরচে ধরুক অস্ত্রে/ গ আকার ন গান/ জি ইউ এন-টা চাই না গাইব/ শস্যের জয়গান। জং ধরে যাক অস্ত্রে/ সের দরে বেচে দাও/ সেই টাকা দিয়ে গণভোজ হোক/ আবডালে চুমু খাও। গোলাগুলি আর নয়/ ঘৃণার বদলে হাসি/ অস্ত্র কেনার টাকায় খাওয়াও/ নিরন্ন দেশবাসী।
বরাদ্দ যাক কমে/ প্রতিরক্ষার খাতে/ সারা দুনিয়ার যত ছেলেমেয়ে/ থাক দুধে আর ভাতে। কাশ্মীরে কেন গুলি/ কেন নয় গণভোট/ স্বাধীনতা তুমি হঠাৎ বাতিল/ পাঁচশ টাকার নোট। আমি কি দেশদ্রোহী/ বলছ যখন তাই/ দেশ কাকে বলে তুমি ভাল জানো/ আমার তোমাকে চাই।