মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

হুয়াওয়ের ২ স্মার্টফোনের মূল্য হ্রাস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫১ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

দেশের বাজারে দুটি স্মার্টফোনের দাম কমিয়েছে হুয়াওয়ে। নোভা থ্রি আই ও ওয়াই নাইন ২০১৯ এর দাম হ্রাস করা হয়েছে।

 

আগে ওয়াই নাইন ২০১৯ মডেলের স্মার্টফোনটির দাম ছিল ২২ হাজার ৯৯০ টাকা। এখন ১ হাজার ৪৯১ টাকা কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৯৯ টাকায়।

এছাড়াও নোভা সিরিজের নোভা থ্রি আই’র দাম ছিল ২৬ হাজার ৯৯০ টাকা। এখন ১ হাজার ৯৯১ কমে দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৯৯ টাকায়।

গত বছরের আগস্টে নোভা থ্রি আই ফোন দেশের বাজারে আসে। ফোনটিতে আছে ৬ দশমকি ৩ ইঞ্চি ফুলভিউ আইপিএস নচ ডিসপ্লে।

২৪ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্স বিশিষ্ট ডুয়াল ফ্রন্ট এআই ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের সেন্সর, ১৬ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগা পিক্সেলের সেকেন্ডারি সেন্সর বিশিষ্ট রিয়ার ক্যামেরা।

এ ফোনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফোনটির ইন্টার স্টোরেজ ১২৮ জিবি। চার জিবি র‌্যাম ও শক্তিশালী গেম স্যুট থাকার কারণে গেমিংয়ে অসাধারণ অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা।

অন্যদিকে, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কিরিন ৭১০ চিপসেট। ৪ জিবি র‌্যামের সঙ্গে রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।

এছাড়াও এতে ৫১২ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির ডিসপ্লে রেজ্যুলেশন ১০৮০ ও ২৩৪০। এছাড়াও এতে চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পেছনে রয়েছে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, সামনে রয়েছে ১৬ ও ২ মেগাপিক্সেলের দু’টি এআই ক্যামেরা।