শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে এক শর্ত জুড়ে দিলো মাশরাফি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১০ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার
জমে উঠেছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গতকালের ম্যাচে সফরকারীদের জয়ের ফলে ১-১ ম্যাচ সমতায় আছে দুই দল। আগামী ১৪ ডিসেম্বর সিরিজ জয়ের জন্য মাঠে নামবে দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট স্টেডিয়ামে। বর্তমানে ঢাকা অবস্থান করছে দুই দল। এদিকে সিলেট যাওয়া নিয়ে এক অদ্ভূত শর্ত জুরে দিল বাংলাদেশ ওয়ানডে দলের অধিয়াক মাশরাফি। তিনি বলেন ‘কোনো ছোট এয়ারক্রাফটে সিলেট যাব না আমি।’
এদিকে বিশ্বের অনেক বড় বড় মাঠ মাতানো ফুটবলার-ক্রিকেটারের আছে অদ্ভূত রকমের ভয়-ভীতি। অনেক বড় তারকারই আছে বিমান ভীতি। বিশেষ করে বিমানের বাম্পিংয়ে বুক কাঁপে অনেক বড় তারকার। শুনলে অবাক হবেন, সেই তালিকায় ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলারের অন্যতম ডেভিড বেকহ্যাম এবং ডাচ ফুটবলের সোনালি দিনের উজ্জ্বল তারকা ডেনিস বার্গকেম্পের নামও আছে। তারা ঝাঁকুনির ভয়ে বিমান ভ্রমণ এড়িয়ে সড়কপথে যাতায়াত করেন।
এদিকে বাংলাদেশেরও এক শীর্ষ তারকার আছে বাম্পিং-ভীতি। আকাশে মেঘ ও বাতাসের কারণে অনেক সময় বিমানে বড় ধরণের ঝাঁকুনি হয়, সে ঝাঁকুনি ভয় ধরায় এমন এক ক্রিকেটারকে, যার বোলিংয়ের ভয়ে কম্পমান অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানও। বলুন তো, তিনি কে? অনুমান করতে পারছেন? ক্রিকেটারটি আর কেউ নন বাংলাদেশের সুপারস্টার মাশরাফি বিন মর্তুজা।
এদিকে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে সিলেট যাবার আগেও সেই বাম্পিং ভীতি পেয়ে বসেছে মাশরাফিকে। আগেই শর্ত জুড়ে দিয়েছেন, তিনি বলেন, ‘কোনো ছোট এয়ারক্রাফটে সিলেট যাব না আমি। ওগুলোতে ঝাঁকুনি বেশি লাগে। বিমানের বড় ফ্লাইট হলে সমস্যা নেই। কিন্তু কোনো ছোট ফ্লাইটে উঠব না।’