বুধবার   ২০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৬ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অনাগত সন্তানের নামের আদ্যাক্ষর জানালেন সালমা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার ২০০৬ সালের বিজয়ী মৌসুমী আক্তার সালমা এবার একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। চ্যানেলটির নাম ‘সালমা মিউজিক’। 

 

সালমা মিউজিক চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করবেন সালমা। এ ছাড়া অন্য শিল্পীদের গানও প্রকাশ করা হবে এই চ্যানেলে। এর পাশাপাশি বিভিন্ন সময় গাওয়া তাঁর আগের গানগুলোও পাওয়া যাবে এখানে। 

আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ইউটিউব চ্যানেলটির উদ্বোধন করবেন গায়িকা সালমা। চ্যানেলে প্রকাশের জন্য ছয়টি নতুন গান নিয়ে নতুন একক অ্যালবাম প্রকাশ করারও পরিকল্পনা রয়েছে তাঁর, যেটি প্রকাশ হবে আগামী পহেলা বৈশাখ।

সালমা নতুন অ্যালবামের নাম রেখেছেন ‘ভালোবাসি বন্ধু তোকে’। অ্যালবামের গান লিখেছেন কবির বকুল, রবিউল ইসলাম জীবন, তারেক আনন্দ, এ. মিজান ও জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, সুমন কল্যাণ, জে কে মজলিশ, সজীব দাস, নাদিম ভুইয়া ও মুহিন খান। 

ইউটিউব চ্যানেল খোলা প্রসঙ্গে সালমা বলেন, “এখন অনেক শিল্পীরই নিজ নামে ইউটিউব চ্যানেল আছে। আমিও এর সঙ্গে যুক্ত হলাম। বলতে পারেন এটা সময়ের দাবি। ভক্তরা এই 'সালমা মিউজিক' চ্যানেলে গেলেই আমার নতুন-পুরোনো সব গান পেয়ে যাবেন। এটা নিশ্চয়ই সবাই উপভোগ করবেন। ‘এস’ দিয়ে আমার অডিও কোম্পানির নাম রেখেছি এস এস মাল্টিমিডিয়া। আমার স্বামী ও মেয়ের নামও ‘এস’ (সাগর ও স্নেহা) দিয়ে শুরু। তাই এমন নামকরণ।” 

সালমা হেসে আরো যোগ করেন, “ভবিষ্যতে আমার আরো সন্তান হলে তাদের নামও ‘এস’ দিয়েই শুরু করব!”