দেশের প্রথম ত্রিমাত্রিক চলচ্চিত্র ‘অলাতচক্র’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:০২ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার
কথাসাহিত্যিক আহমদ ছফার মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত ‘অলাতচক্র’ উপন্যাস অবলম্বনে দেশের প্রথম ত্রিমাত্রিক চলচ্চিত্র ‘অলাতচক্র’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা হাবিবুর রহমান।
মুম্বাইয়ের স্কাইওয়ার্ক স্টুডিওর ক্যামেরায় ছবিটির চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করছেন মাজহারুল রাজু।
ইতিমধ্যে ছবির প্রথম দফা চিত্র ধারণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। চলছে পরের দফার জন্য প্রস্ততি।
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আহমেদ রুবেল। মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি ২০১৭-১০১৮ অর্থবছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে অনুদানপ্রাপ্ত হয়।