ইউটিউবে সালমার শুরু!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২২ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার
বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম এখন ইউটিউব। বিনোদনের জন্য বিশ্বব্যাপী অপ্রতিদ্বদ্বী প্রভাব তার। বাংলাদেশও সেই প্রভাব থেকে মুক্ত নয়। দেশের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি এখন তারকারাও নিজস্ব ইউটিউব চ্যানেল খুলছেন। আজকাল টিভিতারকা, চিত্রতারকা, সংগীতশিল্পীরাও এই পথে হাঁটছেন। এবার সেই পথে পা বাড়ালেন ক্লোপআপ ওয়ান খ্যাত সংগীত শিল্পী মৌসুমী আক্তার সালমা।
সালমার ইউটিউজ চ্যানেলের নাম এসএস মাল্টিমিডিয়া (সালমা মিউজিক)। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে চ্যানেলটির যাত্রা শুরু করবে। এই চ্যানেল থেকে এখন নিয়মিতই গান প্রকাশের পাশাপাশি বিভিন্ন সময় গাওয়া তার গানগুলোও পাওয়া যাবে বলে জানান সালমা।
এ বিষয়ে সালমা বলেন, এখন অনেক শিল্পীর নিজের নামে ইউটিউবে চ্যানেল আছে। আমিও এর সঙ্গে যুক্ত হলাম। ভক্তরা এই চ্যানেলে গেলেই আমার নতুন-পুরনো সব গান পেয়ে যাবেন। এসএস মাল্টিমিডিয়া থেকে প্রকাশের জন্য ছয়টি নতুন গান নিয়ে 'ভালোবাসি বন্ধু তোকে' নামের অ্যালবাম এরই মধ্যে রেডি করেছি। এ গানগুলো লিরিক্যাল ও অফিশিয়াল ভিডিও আকারে প্রকাশ করা হবে।
জানা গেছে, এই অ্যালবামে গান লিখেছেন কবির বকুল, রবিউল ইসলাম জীবন, তারেক আনন্দ, এ মিজান ও জিয়াউদ্দিন আলম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন, সওকত আলী ইমন, সুমন কল্যান, জেকে মজলিশ ,সজীব দাস, নাদিম ভুইয়া ও মুহিন খান।