বুধবার   ২০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৬ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডিভোর্সের আইন ভাঙায় ৪২০ কোটি টাকার মামলা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

তারকাদের সম্পর্ক আর তাসের ঘরকে আজকাল অনেকেই সমার্থক শব্দ মনে করেন। বেশিরভাগ ক্ষেত্রেই দুটোর স্থায়িত্বকাল খুব কম। যদিও মাঝে মাঝে ব্যাতিক্রম কিছু জুটিও দেখা যায়। তবে তাসের ঘরের সংখ্যাটাই বেশি।

সেই তালিকায় আছেন হলিউড তারকা জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। ভালোবেসে বিয়ে করার পর ২০১৬ সালে ভেঙ্গে যায় তাদের সংসার। সেই বিচ্ছেদের জের ধরে এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন জনি ডেপ। বাংলাদেশি হিসেবে অংকটা প্রায় ৪২০ কোটি টাকা।

 

পাইরেটস অব ক্যারিবিয়ান তারকা জনি ডেপের সঙ্গে হার্ডের প্রথম পরিচয় হয় ২০১১ সালে। সেখান থেকেই প্রেমের শুরু। ২০১৫ সালে সে প্রেম গড়ায় বিয়েতে। তবে সে সংসার স্থায়ী হয়নি বেশিদিন। ২০১৬ সালে শারীরিক ও যৌন হেনস্তার অভিযোগ এনে আদালতে ডিভোর্সের আবেদন করেন অ্যাম্বার হার্ড। সে অভিযোগ অস্বীকার করলেও ৭ মিলিয়ন ডলার দিয়ে এই ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন করেন জনি ডেপ।

এরপর তারা আদালতের কাছে প্রতিজ্ঞাও করেন ভবিষ্যতে তাদের দাম্পত্য জীবন নিয়ে তারা লোক প্রকাশ্যে কোনো ধরনের আলোচনা করবেন না।

কিন্তু ২০১৮ সালে সে প্রতিজ্ঞা ভঙ্গ করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের নিকট দেয়া এক সাক্ষাৎকারে জনি ডেপের বিরুদ্ধে আবারও শারিরীক ও যৌন নির্যাতনের অভিযোগ করেন তার সাবেক স্ত্রী। আর সে কারণেই ব্যক্তিগত আইনজীবির মাধ্যেম আদালতে ৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করলেন জনি ডেপ।

খুব শিগগিরই আবারো আদালতে মুখোমুখি হতে হচ্ছে এই তারকা দম্পতিকে।