বুধবার   ২০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৬ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘চিত্রশালায় ক্ষুদ্র জাতিসত্তার জীবনচিত্র’ প্রদর্শনী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ৬ মার্চ ২০১৯ বুধবার

বাংলাদেশে প্রায় ৫০টি ক্ষুদ্র জাতিসত্তার বসবাস রয়েছে। সেসব জাতিগোষ্ঠীর অধিকাংশেরই নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। পরিচর্যা ও সংরক্ষণের অভাবে তাদের ভাষা ও সাংস্কৃতিক অনুষঙ্গগুলো আজ যথাযথভাবে বিকশিত হচ্ছেনা  বলে জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

তাই সেগুলো সংগ্রহপূর্বক চিত্রশিল্পে উপস্থাপনের জন্য প্রতিষ্ঠানটি মঙ্গলবার ৫মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত ‘চিত্রকলায় ৫০টি ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনচিত্র’ শীর্ষক প্রদর্শনী আয়োজন করেছে। আজ থেকে শুরু হওয়া এই প্রদর্শনী জাতীয় চিত্রশালার ১নং গ্যালারিতে ১৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য এই কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গত ২১ থেকে ২৩ জুলাই ২০১৮ বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ৫০জন শিল্পী কয়েকটি ভাগে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী অঞ্চল পরিদর্শন করেছে। তারা বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার তথ্য-উপাত্ত, স্থিরচিত্র এবং ক্ষেত্রবিশেষ স্কেচ তৈরী করেছে।

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তার অঞ্চল পরিদর্শন ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২-৪ আগস্ট ২০১৮ একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় তিনদিনব্যাপী আর্টক্যাম্প ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৫০জন শিল্পীর তুলিতে ৫০টি ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনের উপরে ১৫০টি চিত্রকর্ম অংকিত হবে। চুড়ান্ত পর্যায়ে চিত্রকর্মগুলো এবং প্রত্যেকটি ক্ষৃদ্র জাতিসত্তার সংক্ষিপ্ত পরিচিতিসহ একটি ক্যাটালগ প্রকাশিত হচ্ছে।