বুধবার   ২০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৬ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভক্তদের বাসায় দাওয়াত চাইলেন তাহসান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০২ এএম, ৬ মার্চ ২০১৯ বুধবার

আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের প্রথম সিনেমা 'যদি একদিন'। এ ছবিতে তাহসানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ ছবিতে আরো অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন আহমেদ।

 

এরই মধ্যেই তাহসান নিজের প্রথম সিনেমার প্রচারণায় ছুটে চলছেন রাত-দিন। সাধারণ মানুষের কাছে নিজে হাজির হয়ে ছবি দেখার দাওয়াত দেয়া সহ রাজধানীতে দেয়ালে দেয়ালে নিজেই পোস্টার লাগিয়েছেন। এবার এ ছবির প্রচারণার কৌশল হিসেবেই  ভিডিও বার্তায় পাঁচটি পরিবারের কাছে স্বেচ্ছায় দাওয়াত চাইলেন তাহসান।

‘যদি একদিন’ ছবির সংশ্লিষ্টরা দাবি করছেন এটি পারিবারিক ছবি। এ কারণে এক ভক্ত তাহসানকে উদ্দেশ্য করে প্রশ্ন রেখেছেন, ছবিটি যেহেতু পারিবারিক তাহলে আপনাদের প্রচারণা কেন শুধু বিশ্ববিদ্যালয় আর কলেজে? ওই ভক্তের এমন প্রশ্নের পরেই পাঁচটি  পরিবারের কাছে ছবিটি দেখার দাওয়াত নিয়ে হাজির হবে বলে জানান তাহসান। 

 

মঙ্গলবার এক ভিডিও বার্তায় তাহসান বলেন, সিনেমাটি মুক্তির আগে একদিন আমি পাঁচটি পরিবারের কাছে ‘যদি একদিন’ এর প্রিমিয়ারের দাওয়াত নিয়ে যেতে চাই। তাদের বাসায় আমি দাওয়াত চাচ্ছি, সবার সাথে বসে চা পান করতে চাই।

ভিডিও তাহসান আরো বলেন, ফিল্মকাস্ট এর ফেসবুক পেইজের ইনবক্সে যে কেউ তার বাসার ঠিকানা পাঠিয়ে দিন, সেখান থেকে ভাগ্যবান পাঁচটি পরিবারের সাথে সাক্ষাৎ করতে তাদের বাসায় যাবেন তাহসান!

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে তাহসান, শ্রাবন্তী ও তাসকিন ছাড়াও আরো অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, আফরীন শিখা রাইসাসহ অনেকে।