রোকুনজ্জামানের অদ্ভুত গোল!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
বৃহস্পতিবার সন্ধ্যায় বংবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক অদ্ভুত গোল করলেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার রোকুনজ্জামান কাঞ্চন। স্বাধীনতা কাপের দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচে ট্রাইবেকারের পেনাল্টি শুট আউটের ৬ নম্বর শটে এমন অদ্ভুত শট দেখল দর্শকরা।
পেনাল্টি শুট আউটের এই গোল করতে পারলে সমতা নতুবা বিদায়। এমন মুহূর্তে অদ্ভুত কায়দায় এই গোলে রীতিমত উষ্ণতা ছড়িয়েছে স্টেডিয়ামে। গোলপোস্টের সামনে বল রেখে রোকন দাঁড়ালেন। এরপর গোলপোস্টের উল্টো দিকে দৌড়। তবে কি এই স্ট্রাইকার গোলপোস্টের দিক ভুলে গেলেন? কিছু পরেই আবার গোলপোস্টের দিকে ঘুরে শট নিলেন এবং বল জালে জড়িয়ে সমতায় ফিরল বসুন্ধরা কিংস। শুধু কি তাই শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস জিতেছেও ৭-৬ ব্যবধানে।
এমন অদ্ভুত স্পট কিক নেয়ার রহস্য জানাতে গিয়ে রোকুনজ্জামান জানালেন, এই কৌশল তাকে শিখিয়েছেন ২০০৩ এর সাফজয়ী অস্ট্রিয়ান কোচ জর্জ কোটান। ৬ নম্বর শট নেওয়া মোটেও সহজ নয়। আমি খুশি যে মাথা ঠান্ডা রেখে আমি আমার কাজটা করতে পেরেছি। এটা অনেক পুরোনো একটা কৌশল। সেই জর্জ কোটান জাতীয় দলের দায়িত্বে থাকতে শিখিয়েছিলেন। যদিও ঢাকার মাঠে আজই প্রথম এটি প্রয়োগ করলাম। ঢাকার বাইরে খেলতে গিয়ে এমনটা বহুবার করেছি। এই সেমিফাইনালের প্রস্তুতি নিতে গিয়ে এটা অনেক চেষ্টা করেছিলাম। ফলও পেয়েছি। তাই ম্যাচে আর দ্বিতীয়বার ভাবিনি এটি করার আগে।