বুধবার   ২০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৬ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাবার গানে পুত্র মডেল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৫ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার

দীর্ঘদিন পর সঙ্গীতাঙ্গনে ফিরছেন কণ্ঠশিল্পী আগুন। নতুন করে ফিরে আসার আয়োজনে আগুনের সঙ্গী হয়েছেন তার ছেলে মিছিল। প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ তাদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশ করছে আগুনের একক গান ‘না ফেরার দেশে’।

আগুনের এই গানের ভিডিওতে গিটার হাতে দেখা যাবে তার ছেলে মিছিলকে। বাবা গায়ক আর ছেলে থাকছেন গানের মডেল হিসেবে। গানটির কথা লিখেছেন জুলফিকার জাহেদি, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন খায়েম আহমেদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শেখ মনজু। বাবা খ্যাতিমান অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও সুরকার খান আতাউর রহমান এবং মা নন্দিত কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনের স্মরণে গানটি রেকর্ড করা হয়েছে বলে জানান আগুন।

এ প্রসঙ্গে আগুন বলেন, ‘গানটি রেকর্ড করার পর মনে হয়েছে, অনেকদিন পর ভিন্ন ধরনের একটি গান গাইলাম। এই গান দিয়েই নতুন করে ভক্তদের কাছে ফিরতে হবে। গানটি যদি শ্রোতাদের ভালো লাগে, তাহলে বুঝব ঘুরে দাঁড়ানোর এখনই সঠিক সময়। যদি সেভাবে সাড়া না পাই, তাহলে খুঁজে দেখার চেষ্টা করব শ্রোতারা আমার কণ্ঠে আর কোনো গান শুনতে চান কি-না। যদি আমার গায়কি এখনও কিছু মানুষের ভালো লাগে, তাহলে জানার চেষ্টা করব, তারা কোন ধরনের গান শুনতে চান।’ কারণ সময়ের সঙ্গে শ্রোতার চাহিদাও বদলেছে। এ কারণে তাদের ভালো লাগা, মন্দ লাগার বিষয়টি মাথায় রেখেই গান তৈরি করতে হবে। ইচ্ছা আছে প্রতি মাসে একটি করে নতুন গান প্রকাশ করার। যার কথা, সুর ও সঙ্গীতায়োজনে বৈচিত্র্যের ছাপ থাকবে। এ জন্য এখন শুধু প্রয়োজন ভক্ত-শ্রোতার সমর্থন।’