বুধবার   ২০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৬ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

একই দিনে তিন নাটকে তিশা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৮ এএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা চলচ্চিত্র আর নাটক- দুই মাধ্যমেই সমানতালে অভিনয় করে যাচ্ছেন। আসছে নারী দিবসের বিশেষ তিনটি নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে। তিশার অভিনীত নাটক তিনটি হচ্ছে- প্রতিদিনের মতো একটি দিন, আমাদের হেলেন ও তনু কথা। 

 

এ তিনটি নাটকের মধ্যে ‘প্রতিদিনের মতো একটি দিন’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটি ৮ মার্চ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে। অন্যদিকে প্রীতি দত্তের পরিচালনায় ‘আমাদের হেলেন’ শিরোনামের নাটকে তিশা নাম ভূমিকায় অভিনয় করেছেন। এখানে গ্রাম থেকে শহরে আসা জীবনযুদ্ধে এগিয়ে এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি চ্যানেল আইতে বিকেল ৩টায় প্রচার করা হবে। 

একই নির্মাতার আরো একটি নাটকে দেখা যাবে তিশাকে। প্রীতি দত্তের পরিচালনায় ‘তনু কথা’ নাটকটি একই দিন রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে। এতেও নাম ভূমিকায় দেখা মিলবে তিশাকে। 

 

এই তিন নাটকে অভিনয়ের প্রসঙ্গে তিশা বলেন, বক্তব্যধর্মী নাটকে কাজ করার মজাই আলাদা। তিনটি নাটকেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। একজন নারী হিসেবে নারী দিবসের বিশেষ নাটকে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়।

এদিকে গেল ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তিশা অভিনীত সিনেমা 'ফাগুন হাওয়ায়'। এরই মধ্যে ছবিটি দর্শক মহলে প্রশংসিত হয়েছে। ছবিটিতে প্রথমবার তিশার সঙ্গে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ। 

তৌকির আহমেদ পরিচালিত ছবিটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা। এছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ।