বুধবার   ২০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৬ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিয়ে গান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতি শ্রদ্ধা নিবেদন করে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়েছে।

 

গানটির কথা ও সুরারোপ করেছেন নয়ন রাজা। এতে কণ্ঠ দিয়েছেন আর জে নয়ন। এর সঙ্গীতায়োজন করেছেন বাসুদেব ঘোষ।

এ প্রসঙ্গে গীতিকবি নয়ন বলেন,  বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ৩০ অক্টোবর ২০১৭ সালে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। ইউনেসকোর ওয়েবসাইটে দেওয়া একটি তালিকায় এ তথ্য প্রকাশ পায়। গানটির তখনই লিখেছিলাম। এখন আপাতত গানটি লিরিক্যাল ভিডিওতে প্রকাশ করেছি। সামনে এর মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণের ইচ্ছে আছে।

তিনি আরও জানান, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। এই বিষয়টিই গানটির বিষয়বস্তু। গানটি সকলের কাছে ভালো লাগবে বলেও জানান তিনি।

গানটি বুধবার (৬ মার্চ) লিরিক্যাল ভিডিওতে প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ।