বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০৩ জমাদিউস সানি ১৪৪৬

হাজীগঞ্জ ৮নং ওয়ার্ডে শামীম ওসমানের পক্ষে গনসংযোগ

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ ৪ আসনের মনোনীত প্রার্থী এ কে এম শামীম ওসমানের জন্য ভোট চেয়ে গনসংযোগ করেন হাজীগঞ্জ ৮ নং ওয়ার্ডের দলীয় নেতা কর্মীরা বিকেল ৪টা হতে রাএ ৮ টা পর্যন্ত।


ভোটের গনসংযোগে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে নেতা কর্মীরা নৌকা মার্কার জন্য ভোট চান।এ সময় ভোটারদের কাছে দেশরত্ন শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং নারায়ণগঞ্জ ৪ আসনে জননেতা এ কে এম শামীম ওসমানের উন্নয়নে বিভিন্ন অবদানের কথা বলে আবার ও সবাইকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান করেন।


গনসংযোগে উপস্থিত ছিলেন নেতা কর্মী দেরসাথে এলাকার মুরব্বিগনও। গনসংযোগ টি হাজীগঞ্জ মুলিবাশের মোড় হতে হযরত শাহজালাল রোড হয়ে ভকেশনাল রোড দিয়ে পাঠানটুলী মোড় পর্যন্তগিয়ে শেষ হয়। এ সময়ে প্রায় ২হাজার ভোটারের কাছে ভোট প্রার্থনা করেন।


গনসংযোগে উপস্থিত ছিলেন,মানিক মিয়া,এডঃশাহজাহান মন্ডল,মিস্টার, রানা,আলী,বাবু,সাঈদ,সোহেল,মানিক,সোহেল, নূরুলহক,সানজিল,রানা,পাপ্পু,নূরা,জলিল,কাউসারসহ প্রমূখ।