বুধবার   ২০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘জয়বাংলা কনসার্ট’-এ তারুণ্যের ঢেউ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের দিনটিকে আরো একবার স্মরণ করলো দেশের তরুণ প্রজন্ম। আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার উঠেছিলো তারুণ্যের ঢেউ। কেননা ইয়ং বাংলার আয়োজনে এদিন বিকালে অনুষ্ঠিত হয় ‘জয়বাংলা কনসার্ট ২০১৯’।

চোখ মেললেই দেখা মিলছিলো লক্ষ লক্ষ সংগীতপ্রেমী। ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি’-দেশ প্রেমের এই গানেই মেতেছে দর্শক। আর এই কনসার্টের তত্তাবধানে ছিলো ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)’।

সিআরআই সহযোগী সমন্বয়কারী প্রকৌশলী তন্ময় আহমেদ জানান, ২০১৫ সাল থেকে ইয়াং বাংলা প্রতি বছর এই কনসার্টের আয়োজন করে আসছে। ২০১৭ সালের ৩০ অক্টোবর জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি দেয়ার পর এই উদযাপনটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের প্রেরণার গানগুলো পরিবেশন করে চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, শূন্য, বে অব বেঙ্গলসহ এসময়ের জনপ্রিয় ৯টি ব্যান্ড। নিজস্ব গানের পাশাপাশি সুরের এই আসরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানও পরিবেশন করে প্রতিটি ব্যান্ড।

এ সময় কনসার্টে উপস্থিত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা, তার ছেলে ও সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
 
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণের পাশাপাশি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা হয় উপস্থিত তরুণ প্রজন্মকে।