ঢাকায় শ্রাবন্তী
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৭ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবারই প্রথম বাংলাদেশের একক সিনেমা ‘যদি একদিন’ এ অভিনয় করেছেন তিনি। আর তাই ছবির প্রচারণার জন্য শুক্রবার সকাল ৭টায় ঢাকায় এসেছেন।
এদিকে, কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে অরিত্রি চরিত্রে রূপদান করেছেন শ্রাবন্তী। আর তার বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান।
এছাড়া, ছবিটির প্রচারণার জন্য অভিনব সব কৌশল অবলম্বন করেছেন ছবির কলাকুশলীসহ অভিনেতা নিজেও। তবে ভিসা জটিলতায় বাংলাদেশে আসতে পারেননি শ্রাবন্তী।
এ প্রসঙ্গে শ্রাবন্তী বুধবার কলকাতায় নিজ বাসায় বাংলাদেশি এক জাতীয় দৈনিকে জানান, বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের উপ-দূতাবাস থেকে ভিসা পাননি।
শ্রাবন্তী আরো জানান, ঢাকায় যাওয়ার জন্য এই সময়টাতে ছবির কোনো কাজ রাখিনি। শুটিং করছি না। জানি না, বাংলাদেশ কেন ভিসা দিচ্ছে না! এবার ভিসা নিয়ে যা হচ্ছে, তা আমাকে অবাক করেছে। জানি না, শেষ পর্যন্ত ভিসা পাব কি না।
কলকাতার জনপ্রিয় এই নায়িকা তাহসানের সঙ্গে প্রথম কাজ করার প্রসঙ্গে বলেন, তাহসানকে অসাধারণ লেগেছে। ভীষণ ভালো অভিনেতা আর একজন ভালো মানুষও বটে। তার ব্যবহার, কথাবার্তা সবই আমাকে মুগ্ধ করেছে। আমি বলব, তাহসান ওয়ান্ডারাফুল অ্যাক্টর।
তিনি বলেন, ‘যদি একদিন’ শুটিংয়ের পর আর বাংলাদেশে যাইনি। জুন মাসে শুটিং শেষ করেছি। এরপর কারো সঙ্গে দেখা হয়নি। পরিচালক রাজ কলকাতায় এসেছিল ডাবিং করতে। তখন ওর সঙ্গে কথা হয়েছে। এবার সিনেমা মুক্তির সময় যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল।
'যদি একদিন' ছবিতে তাহসান, শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন তাসকিন, রাইসা প্রমুখ।