‘সংসারে নারীর অবদান অপরিহার্য’
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৩ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার
‘সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে, তোমার কপালে ছোঁয়াবো গো...’ হারানো দিনের শ্রুতিমধুর এই গানটি এখনো মানুষের মুখে গুণ গুণ করে। এমন অনবদ্য গানের কিংবদন্তী শিল্পী জিনাত রেহানা।
বাংলাদেশসহ সারাবিশ্বে আজ পালিত হচ্ছে নারী দিবস। এই গুণী শিল্পীর কাছে জানতে চেয়েছিলাম, বিশ্ব নারী দিবস আপনি কিভাবে দেখেন? উত্তরে তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, স্বামী পুত্র ভাই বাবা তুল্য গুরুজন বন্ধু সবাই কে নিয়ে জীবনের পথ চলতে চাই। নারী দিবসে শুধু নারীদের নিয়ে নয়, নর নারী সবাইকে নিয়ে বলতে চাই সংসারে নারীর অবদান যেমন অপরিহার্য তেমনি পুরুষের ইতিবাচক আচরণ ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সকলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে সমাজ সংসার দেশটাকে ভালোবেসে সব ধরনের সংঘাত, বিরোধ, ঘৃণা ভুলে যাই। আগামী প্রজন্মের ছেলে মেয়েরা যেন আমাদের শ্রদ্ধা করে , আমাদের অনুসরন করে।