বুধবার   ২০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৬ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমি প্রথমে মানুষ : এলিনা শাম্মী

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১২ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

বাংলাদেশসহ সারাবিশ্বে আজ পালিত হচ্ছে নারী দিবস। ছোট পর্দায় দিবসটি নিয়ে নানা অনুষ্ঠান পালিত হচ্ছে। শোবিজের নারী তারকারা অংশ নিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে। দিবসটি নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যটাস দিয়েছেন দর্শকপ্রিয় উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী এলিনা শাম্মী।

তিনি লিখেছেন, ‘আমি নারী’ একথা একটি দিবস পালনের মধ্য দিয়ে সবাইকে জানান দেয়ার মধ্যে খুব সন্মানের কিছু আছে বলে আমার মনে হয় না। আমি নারী, তাই সন্তান জন্ম দেয়ার মত শক্তি ও যোগ্যতা ঈশ্বর আমাকে দিয়েছেন, আর কি চাই?
 
প্রতিটি দিন সে তার নিজেকে প্রমান করছে ভয়ংকর সব প্রতিকূলতার ভীড়ে, যে নারী মানব ভ্রূণ ধারণ করে তার জঠরে বড় করে তিলে তিলে প্রসব যন্ত্রণা সহ্য করে মানব শিশু জন্ম দেয়। অশেষ ত্যাগে পুরনাংগ মানুষ করে তোলে, তাকে বিশেষায়িত করতে একটি দিবসে কি আসে যায়?  

তবে নারী শব্দটি দিয়ে কতিপয় নারী, মানুষ শব্দটি থেকে একটু দূরে রাখে নিজেকে, আমি প্রথমে মানুষ, আমি ত্যাগী, মমতাময়ী, সহনশীল, নিজের যোগ্যতা প্রমাণ করেই শ্রেষ্ঠত্ব অর্জন করি, তাই প্রতিদিনই নিজেকে মানুষ হিসেবে নিজ স্থানে বহাল রাখার দিন।