শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩২ এএম, ৯ মার্চ ২০১৯ শনিবার

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন (ডুফা) প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে রমনা রাইডার্সকে ২ উইকেটে হারিয়ে বনশ্রী অ্যাভেঞ্জার্স চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (8 মার্চ) বিকেলে জগন্নাথ হল ক্রিকেট মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বনশ্রী। ৫ ওভারের এ খেলায় বনশ্রীর আঁটসাঁট বোলিংয়ে ৩ উইকেটে হারিয়ে ৫৮ রান সংগ্রহ করে রমনা রাইডার্স। রমনার পক্ষে শিমুল সর্বোচ্চ ৩৩ রান করেন। অন্যদিকে সাইফুল ১টি উইকেট লাভ করেন।

 

জবাবে বনশ্রীর অধিনায়ক সাইফুল ৪-৬ এর ফুলঝুরিতে প্রথম ওভারেই দলকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করান। পরে মাসুদ, রেজা ও কাঞ্চনের দলগত নৈপুণ্যে নির্ধারিত ওভারের ১ বল বাকি থাককেই জয় তুলে নেয় বনশ্রী।

ফাইনাল খেলায় সাইফুল দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। এছাড়া দিনের ৪টি খেলায় অসামান্য নৈপুণ্য প্রদর্শনের জন্য ম্যান অব দ্য সিরিজও নির্বাচিত হন তিনি।

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন জাতীয় দলের সাবেক ওপেনার জাবেদ ওমর বেলিম গোল্লা। এছাড়া ডুফার সভাপতি এনায়েত হোসেন পল্লব চ্যাম্পিয়ান ও রার্নাস আপ দলের খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের ৫ কৃতি সাংবাদিককে সম্মাননা জানানো হয়। তারা হলেন- তারেক মাহমুদ (প্রথম আলো), আনিসুর রহমান (ডেইলি স্টার), মাজহার আহমেদ (কালের কণ্ঠ), আজাদ মজুমদার (নিউ এইজ) এবং এশিয়ান টেলিভিশনের সাবেক বার্তা প্রধান মাহবুব আলম খান।

এর আগে সকালে জাতীয় দলের সফল অধিনায়ক ও সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট অধ্যাপক ড. আসীম কুমার সরকার, ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম, পারটেক্স স্টার কোম্পানির জিএম (মার্কেটিং) মোশারফ হোসেন ভুইয়া, ডুফার আয়োজক কমিটির আহ্বায়ক ড. মাহবুবুর রহমান লিটু, ক্রীড়া সম্পাদক ও সদস্য সচিব বায়েজিদ সিকদার এবং সহ-আহ্বায়ক সুজন মাহমুদসহ অন্যান্য ঊর্ধতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী রাউন্ড রবীন লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে ডুফার ঢাকা অঞ্চলের ৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় এ গ্রুপে অংশ নেয় খিলগাঁও ডায়নামাইটস, শের-এ- মোহাম্মাদপুর এবং উত্তরা লায়ন্স। অপরদিকে গ্রুপ বি তে অংশ নেয় বনশ্রী অ্যাভেঞ্জারর্স, মিরপুর টাইগার্স এবং রমনা রাইডার্স।