‘প্রধানমন্ত্রী দেশকে নিরক্ষরমুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করেছে’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:১১ পিএম, ৯ মার্চ ২০১৯ শনিবার
রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেছেন, ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিরক্ষরমুক্ত করতে নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন । তিনি বছরের প্রথমে সারাদেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন। যা অন্য কোনো সরকারের আমলে সম্ভব ছিল না।’
শনিবার (৯ মার্চ) সকালে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় হামির উদ্দিন সাউদ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের হাতে বছরের প্রথমদিন বই হাতে তুলে দেয়ার কারণে ঝরে পড়া রোধ হওয়ার পাশাপাশি শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ।,
মেয়র হাসিনা গাজী বলেন , দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জাতি যতো বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করলেই চলবে না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশকে ভালোবাসতে হবে। এ মাটিকে ভালোবাসতে হবে। এ দেশের ইতিহাস জানতে হবে। স্বাধীনতা সম্পর্কে ছেলে-মেয়েদের জানতে হবে।
হামির উদ্দিন সাউদ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মোহাম্মদ হানিফ সাউদের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রমজান হোসেন সাউদ, তারাবো পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোখলেসুর রহমান ভুঁইয়া, পলিমার গ্রুপের চেয়ারম্যান শাহিন ভুঁইয়া স্বপন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাষ্টার, তারাবো পৌরসভার কাউন্সিলর আসমা বেগম, রূপগঞ্জ ইউনিয়ন কিন্ডার গার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অলি উল্লাহ মিজি, হামির উদ্দিন সাউদ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুলের পরিচালক হাজেরা সাউদ শশী ও প্রধান শিক্ষক খাদিজা আক্তার উর্মি প্রমুখ ।