শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচনী  প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে জমিয়ত নেতা মনির হোসাইন কাশেমী ১০ ডিসেম্বর সোমবার ধানের শীষ প্রতীক পেয়েছেন। এদিন আনুষ্ঠানিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ওই প্রতীক নেন। কিন্তু প্রতীক বরাদ্দের সময় কাশেমীর পাশে ছিলেন না বিএনপির কোন নেতা।

বিএনপির নেতারা বলছেন, তাদের সঙ্গে কোন ধরনের যোগাযোগ হয়নি। কেউ ডাকেনি। সে কারণেই কেউ ডিসি কার্যালয়ে যায়নি। ১০ বছর পর যেখানে বিএনপি নির্বাচনে যাচ্ছে সেখানে ধানের শীষের পক্ষে জয়গানের কথা। উল্লাস উদ্দীপনায় সকলের মাঠে থাকার কথা। কিন্তু ধানের শীষের পাশে নেই বিএনপি।

এর আগে বিএনপির নেতাকর্মীদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ধানের শীষের চূড়ান্ত চিঠিও জমা দিয়েছেন। ৯ ডিসেম্বর রোববার বিকেলে জেলা নির্বাচন অফিসে তিনি এই চিঠি জমা দেন। মনির হোসাইন কাশেমী বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের মমোনীত প্রার্থী হলেও চিঠি জমা দেয়ার সময় তার সাথে বিএনপির কোন নেতাকর্মী ছিলেন না। বিএনপির নেতাদের অভিযোগ বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ না করলেও আওয়ামী লীগের নেতাদের দোয়া নিয়েই জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকেন মনির হোসাইন।

এ ব্যাপারে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার নিউজ নারায়ণগঞ্জকে বলেন, ‘আমাদের কাউকেই জানানো হয়নি। ধানের শীষের প্রার্থী হলেন মনির হোসাইন। এ প্রতীক কারো না এটা বিএনপির। কিন্তু সেই বিএনপির নেতাদের বাদ দিয়েই মনোনয়ন পত্র জমা দেন ও প্রতীক নেন মনির।

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম থেকেই নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহ আলমের লড়াই করার কথা থাকলেও শেষ মুহূর্তে জোট ভিত্তিক আসনের ভাগাভাগি নিয়ে শুরু হয় নাটকীয়তা। গত ৭ ডিসেম্বর দুপুর থেকে চলা অভ্যন্তরীণ নাটকের  সমাপ্তি ঘটে শাহ আলমের সরে যাওয়ার মাধ্যমে। জোরালো লবিং করে এই আসনে প্রার্থীতা বাগিয়ে নিলো জনপ্রিয়তার তলানীতে থাকা জমিয়তে উলামায়ে বাংলাদেশ।