শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভাঁজ করা যাবে এই ফোন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১০ মার্চ ২০১৯ রোববার

বইয়ের মত ভাঁজ করা যাবে এমন একটি স্মার্টফোন তৈরির কাজে হাত দিয়েছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই। সম্প্রতি এই ফোন তৈরির জন্য প্যাটেন্ট সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। 

 

২০১৮ সালে স্মার্টফোনের বাজারে জনপ্রিয় হয়েছিল নচ ডিসপ্লে। এবছরের ট্রেন্ড ফোল্ডেবল ফোন। প্রায় সব স্মার্টফোন কোম্পানিই নিজেদের ফোল্ডেবেল স্মার্টফোন ডিজাইন নিয়ে হাজির হচ্ছে। এবার চীনের স্মার্টফোন কোম্পানি জেডটিই ফোল্ডেবেল স্মার্টফোনের ডিজাইন সামনে এল। এই ফোন অনেকটা মটোরোলার  ফোল্ডিং ফোন রেজরের মতো দেখতে। 

সম্প্রতি একটি পেটেন্ট অ্যাপ্লিকেশান ফাইল করেছে জেডটিই। এই পেটেন্টে উপর নিচে ফোল্ড করা যাবে স্মার্টফোনের ডিসপ্লে। 

ফোনের পিছনে ক্যামেরা দেখা গেলেও ফোনে কোনও সেলফি ক্যামেরা চোখে পড়েনি। জেডটিই-এর ফোল্ডেবেল স্মার্টফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। ক্যামেরার নিচে থাকছে ফ্ল্যাশ।

ফোনটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। জেডটিই এক্সন ব্র্যান্ডের অধীনে বাজারে আসবে এই ফোল্ডিং ডিভাইস।