ভিভো আনল কম দামি ফোন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩১ পিএম, ১০ মার্চ ২০১৯ রোববার

সাশ্রয়ী দামের একটি ফোন বাজারে আনল চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। মডেল ভিভো ওয়াই ৯১ আই। চীনের বাজারে এই ফোনের দাম ৭৬৬.৬২ ইয়েন। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য দাঁড়ায় ৯ হাজার ৫৫৯ টাকা।
নতুন এই স্মার্টফোনে প্রিমিয়াম ডিজাইনে তৈরি। এতে থাকছে ছোট্ট ওয়াটার ড্রপ ডিসপ্লে নচ। ফোনের ভিতরে আছে মিডিয়াটেকের হেলিও পি২২ মডেলের চিপসেট। ২ জিবি র্যামের এই ফোন ১৬ ও ৩২ জিবি স্টোরেজ ভার্সনে ফোনটি পাওয়া যাচ্ছে।
ভিভো ওয়াই ৯১ আই ফোনটিতে ৬.২২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ।
ফোনটিতে অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে আছে কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম ফানটাচ ওস।
ছবি তোলার জন্য ফোনটিতে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ফোনের প্রাইমারি ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের। সঙ্গে আছে ২ মেগাপিক্সেলের ডেপ্ত সেন্সর। ফোনের সামনে থাকছে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ফোরজি কানেকটিভিটি সমৃদ্ধ ফোনটিতে ৪০৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহৃত হয়েছে।