মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

দেশে আসছে ইয়ামাহা আর ১৫ ভার্সন থ্রি মভিস্টার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১০ মার্চ ২০১৯ রোববার

দেশের বাজারে ইয়ামাহা ব্র্যান্ডের আর১৫ মডেলের ভার্সন থ্রি মভিস্টার আনার ঘোষণা দিল এসিআই মোটরস লিমিটেড। ইতোমধ্যে বাইকটি বিক্রির জন্য প্রি-অর্ডার ঘোষণা করা হয়েছে। 

 

এসিআই মোটরসের ওয়েবসাইটে দেওয়া লিংকে গিয়ে প্রি-অর্ডার করা যাবে। ৫০ হাজার টাকা দিয়ে প্রি-অর্ডার 
করা যাবে।

আর১৫ ভার্সন থ্রি মভিস্টার বাইকটি প্রি-অর্ডার করলে ক্রেতারা ৫ হাজার টাকা ছাড় পাবেন। সঙ্গে উপহার হিসেবে রয়েছে ইয়ামাহার রাইডিং জ্যাকেট।

ইন্দোনিশিয়া থেকে অ্যাসেম্বেলিং হয়ে আসা ইয়ামাহা আর১৫ ভার্সন থ্রি মভিস্টার বাইকটিতে রয়েছে ১৫৫.১ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে ১৯.০৪ বিএইচপি শক্তি এবং ১৪.৭ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।

ফোর ভাল্বের এই বাইকে এসওএইচসি, ভিভিএ লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনের ৬ স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে। 

বিশেষ ফিচার হিসেবে রয়েছে ইউএসডি সাসপেনশন, এলইডি হেড লাইড, এলইডি টেল লাইট, ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল কনসোল।

বাইকটির মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৪০ হাজার টাকা।