বুধবার   ২০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্মাতা সাইফুল আজম কাশেম আর নেই

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার

ঢালিউডের বরেণ্য চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সাইফুল আজম কাশেম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১ মার্চ তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরদিন মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবশেষে সোমবার সকালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। হাসপাতাল থেকে তার মরদেহ গুলশানের বাসভবনে নেওয়া হয়।

আজ আসরের নামাজের পর সাইফুল আজম কাশেমের মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এদিকে সাইফুল আজম কাশেমের মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

সাইফুল আজম কাশেমের অনেকগুলো ছবি ব্যবসাসফল ও প্রশংসিত হয়। এর মধ্যে রয়েছে ‘অন্তরালে’, ‘বৌরাণী’, ‘সানাই’, ‘ধনদৌলত’, ‘দুনিয়াদারি’, ‘হালচাল’, ‘ভরসা’, ‘সোহাগ’, ‘ঘরসংসার’, ‘স্বামীর আদেশ’, ‘ত্যাজ্যপুত্র’।