কুয়াকাটায় ‘ইত্যাদি’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫৮ এএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার
বাংলাদেশ টেলিভিশনের বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। পর্যটন সমৃদ্ধ আকর্ষণীয় স্থানগুলোতেই এ অনুষ্ঠান ধারণ যেন চিরচেনা রুপ। আর তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে সাগরকন্যা খ্যাত পর্যটন স্থান কুয়াকাটায়।
পেছনে উত্তাল সমুদ্র আর সামনে হাজারও দর্শক। শেষ বিকালে রক্তিম সূর্য সমুদ্রে অস্তমিত হওয়ার দৃশ্য যেন নয়নোভিরাম। হানিফ সংকেতের পরিচালনায় শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটায় দর্শক উপস্থিতিতে ধারণ করা হয় ‘ইত্যাদি’র এবারের পর্বটি।
‘ইত্যাদি’র শুটিং দেখতে দেশী বিদেশী পর্যটকসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন সেখানে।
এবারের ‘ইত্যাদি’র পর্বে থাকছে পটুয়াখালী কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন। এছাড়া স্থানীয় অর্ধশতাধিক নৃত্য শিল্পীর অংশগ্রহন তো থাকছেই।
নৃত্য পরিচালক মনিরুল ইসলাম বলেন, আদিবাসী রাখাইন সম্প্রদায়ের কিশোরী সহ স্থানীয় অর্ধশতাধীক নৃত্য শিল্পীকে কলাপাড়া শিল্পকলা একাডেমির সহযোগীতায় ইত্যাদির শুটিং এর জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছিল। তারা ইত্যাদিতে পারফমেন্স করেছে। তবে তাদের তৈরী করতে বেশ কয়েক দিন সময় লেগেছে।
সবশেষে রেজওয়ানা চৌধুরী বন্যা’র কণ্ঠের গান শুটিং স্পটের উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে।
ফাগুণ অডিও ভিশনের ব্যানারে ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কসমেটিক্স লিমিটেড। এই অনুষ্ঠানটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আগামী ২৯ মার্চ রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।