মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রবির এমহেলথ পার্টনার মিলভিক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি’র এমহেলথ পার্টনার মিলভিক, ‘বেস্ট মোবাইল ইনোভেশন ফর হেলথ অ্যান্ড বায়োটেক’ ক্যাটাগরিতে জিএসএমএ গ্লোবাল মোবাইল (গ্লোমো) অ্যাওয়ার্ড অর্জন করেছে।

 

গত ফেব্রুয়ারিতে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয়ে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ রবি’র মোবাইল হেলথ সার্ভিস ব্র্যান্ড হিসেবে মিলভিক-এর মাই হেলথ এই অ্যাওয়ার্ড অর্জন করেছে। মিলভিক দীর্ঘদিন যাবৎ বিশ্বের বিভিন্ন দেশে বিমা নামে কার্যক্রম পরিচালনা করে আসছে।   

দেশের সুবিধাবঞ্চিত গ্রাহকদের সুলভে মোবাইল স্বাস্থ্য ও ইন্স্যুরেন্স সেবা প্রদানের লক্ষ্যে ২০১৭ সাল থেকে রবি এবং মিলভিক যৌথভাবে ‘মাই হেলথ’ ব্র্যান্ডটি নিয়ে আসে। বাংলাদেশে বেশকিছু এমহেলথ পণ্যের অফার নিয়ে মিলভিক ২০১৫ সাল থেকে রবি’র সাথে কাজ করে আসছে।    

২০১৮ সালের নভেম্বরে মাই হেলথ-এর মোবাইল অ্যাপ চালু হয়। অ্যাপটির ফ্রি এবং বৈতনিক সাবস্ক্রাইবাররা খুব সহজে মানসম্পন্ন চিকিৎসাসেবা পেয়ে থাকেন।

এই মার্চ মাস জুড়ে রবি এবং মিলভিক যৌথভাবে রবি-এয়ারটেল গ্রাহকদের জন্য বিনামূল্যে অ্যাপ ট্রায়ালের সুযোগ করে দিচ্ছে, যাতে করে অ্যাপটি ডাউনলোডের পর নিবন্ধন করে টেলি-ডাক্তারদের নিকট আনলিমিটেড পরামর্শ নেওয়া যাবে-কোনরকম ঝামেলা ছাড়াই।

রবির চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব বলেন, ‘সুবিধাবঞ্চিত মানুষদের উদ্ভাবনী ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশে মাই হেলথ একটি বিপ্লবের চেয়ে কোন অংশে কম নয়। টেলিকম খাতে বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক অ্যাওয়ার্ড অর্জন আমাদের প্রত্যেক গ্রাহককে এমহেলথ সেবা মাই হেলথ-এর সুবিধা উপভোগ করতে আরও উৎসাহী করে তুলেছে।’