‘স্বপ্নে’ কেনাকায় বাংলালিংক গ্রাহকদের ২০% ছাড়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৭ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

টেলিকম অপারেটর বাংলালিংক রিটেইলার ব্র্যান্ড ‘স্বপ্ন’ আউটলেটে আইকন গ্রাহকদের জন্য চালু করেছে আকর্ষণীয় ২০% ডিসকাউন্ট অফার। দেশব্যাপী ‘স্বপ্ন’র সব আউটলেটে বিশেষ এই ছাড় পাওয়া যাবে। অফারটি পেতে আইকন গ্রাহকদেরকে তাদের আইকন কার্ড দেখাতে হবে।
বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং এবং এসিআই লজিস্টিক্স লিমিটেড (স্বপ্ন)-এর বিজনেস ডিরেক্ট সোহেল তানভির খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে অফার সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি শেষে রিতেশ কুমার সিং বলেন, ‘স্বপ্ন’র সঙ্গে বাংলালিংক-এর চুক্তির মাধ্যমে চালু হওয়া বিশেষ এই অফারটি গ্রাহকদেরকে বাড়তি সুবিধা প্রদানের একটি উদ্যোগ। আইকন গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে অফারটি চালু করা হয়েছে। আমি আশা করছি, এই অফারের মাধ্যমে আইকন গ্রাহকরা উপকৃত হবেন।’