আইফোনের এয়ারপডে ক্যান্সারের ঝুঁকি!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০১ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

অ্যাপলের আইফোনের অন্যতম বিশেষ সুবিধা ছিল তারহীন ইয়ারফোন যা এয়ারপড নামে পরিচিত। শুরুর দিকে ব্যপক আলোচনায় ছিল এই নতুন সংযোজনটি।
এবার নতুন করে ফের আলোচনায় এসেছে এয়ারপড। তবে এবারের সংবাদটি বেশ ভয়ানক বটে। ৪০টি দেশের ২৫০ জন বিজ্ঞানী একটি পিটিশনে সাইন করেছে যেখানে বলা হয়েছে, ওয়্যারলেস ডিভাইস ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি রয়েছে।
বিজ্ঞানীদের দলটি নির্দিষ্ট করে কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করেনি। তবে এ ধরনের ডিভাইস প্রথম বাজারে আনে অ্যাপলই। প্রাণীর ওপর করা এক গবেষণায় দেখা গেছে, এসব যন্ত্র থেকে বের হওয়া রেডিয়েশনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডেইলি মেইলের খবরে বলা হয়, গত বছরের এপ্রিলেই প্রায় তিন কোটি জোড়া বিক্রি হয়েছিল এয়ারপড। এয়ারপডের সঙ্গে আইফোনের সংযোগ হয়ে থাকে ওয়্যারলেস প্রযুক্তি ব্লুটুথের মাধ্যমে
সাধারণত তারহীন যেকোনো প্রযুক্তির মধ্যেই রেডিয়েশন নির্গত হয়।