বঙ্গবন্ধুকে নিয়ে ৬ দেশের ৮ শিল্পীর গান
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার
‘দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অব দ্য ওয়ার্ল্ড সোসাইটি- বাংলাদেশ চ্যাপ্টার’এর আয়োজনে ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে জাতির জনককে নিয়ে গান গাচ্ছেন সার্কভুক্ত ৬টি দেশের ৮ শিল্পী।
শিল্পীরা হলেন- বাংলাদেশ থেকে ফাহমিদা নবী ও সুবীর নন্দী। ভারত থেকে নচিকেতা চক্রবর্তী ও শুভমিতা, নেপাল থেকে আশরা কুনওয়ার, ভূটান থেকে সাংগে হ্লাদেন শেরিং, শ্রীলঙ্কা থেকে ডেভিড এবং মালদ্বীপ থেকে শালাবি।
পুরো অ্যালবামের গানগুলো লিখেছেন কবি সুজন হাজং। সুর করেছেন যাদু রিছিল। সঙ্গীতায়োজনে রয়েছেন সুমন কল্যাণ ও মুশফিক লিটু।
ইতোমধ্যেই বাংলাদেশ থেকে ফাহমিদা নবী ও সুবীর নন্দী তাদের জন্য নির্দিষ্ট দুইটি গানে কণ্ঠ দিয়েছেন। শিগগিরই কণ্ঠ দেবেন ভারতের নচিকেতা ও শুভমিতাসহ বাকি শিল্পীরা।
অ্যালবাম প্রসঙ্গে ‘দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অব দ্য ওয়ার্ল্ড সোসাইটি- বাংলাদেশ চ্যাপ্টার’এর প্রেসিডেন্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের শিল্পীদের সংশ্লিষ্টতায় অ্যালবাম আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এই অ্যালবাম প্রকাশের মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুকে নতুন করে জানতে পারবে।