নন্দিত হয়েও সমালোচকদের কাছে নিন্দিত নূতন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার
সত্তর দশকের সুন্দরী, স্টাইলিশ, স্মার্ট এক নায়িকার নাম নূতন। যিনি ১৯৭০ সালে মুস্তফা মেহমুদ পরিচালিত ‘নতুন প্রভাত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেছিলেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রথম ছবিই মুক্তির পর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই নায়িকাকে। এরপর থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে তিনি প্রথম সারির নায়িকার কাতারে চলে আসেন। সোশ্যাল ড্রামা, ফোক, ফোক ফ্যান্টাসি ছবি যেমন করেছেন তেমনি ভ্যাম্প কুইন হিসেবেও পর্দায় এসেছেন হরহামেশা। ক্যারিয়ারে নেগেটিভ চরিত্রও করেছেন সাবলীলভাবে।
তবে দুঃখের খবর হলো, একেবারে অল্প কিছু চলচ্চিত্রে অভিনয় করে নতুন চলচ্চিত্রে জগত থেকে সাময়িক বিদায় নেন। তবে বেশীদিনের জন্য নয় আবার ১৯৭৮ সালে অভিনেতা রুহুল আমিন বাবুলকে বিয়ে করে চলচ্চিত্র জগতে ফিরে আসেন। নূতন তার ২৮ বছরের তারকা জীবনে প্রায় ২০০-এর কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন। অধিকাংশ ছবিতে তিনি ছিলেন সহ নায়িকা। বিনোদন মূলক চলচ্চিত্রের একজন নির্ভরযোগ্য তারকা ছিলেন নূতন। তিনি একজন দক্ষ অভিনেত্রীও ছিলেন বটে।
যে সমস্ত গুণাবলী একজন নায়িকার ক্ষেত্রে থাকা দরকার তার সবই ছিল নূতনের মাঝে। নৃত্যে তিনি অদ্বিতীয়া, চমৎকার ফিগার এবং সুন্দর মুখাবয়ব সবই ছিল। ৭০-এর দশকের নূতন কিছুটা ম্লান ছিলেন। ৮০-এর দশকের তিনি যৌথ প্রযোজিত চলচ্চিত্রগুলোতে অভিনয় করতে থাকেন। আর ৯০-এর দশকের প্রথমার্ধে নির্মাতারা তাকে একক নায়িকা হিসেবে আনার উদ্যোগ নেন।