রাজকীয় প্রত্যাবর্তন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
অনেকদিন ধরেই নতুন গান কিংবা স্টেজে নিয়মিত নেই মিলা ইসলাম। প্রায় পাঁচ বছরের বিরতি ভেঙে ২০১৫ সালে ‘নাচো’ গান দিয়ে প্রত্যাবর্তন ঘটেছিল তার। কিন্তু সেই ফেরা আর নিয়মিত হয়নি। কারণ এরপর গান প্রকাশ বন্ধ করে দেন এ শিল্পী। তাছাড়া স্টেজ শোতেও চিরচেনা মিলাকে পাওয়া যায়নি। বরং বিয়ে, সংসার ভাঙন ও মামলা-হামলার ঘটনা দিয়ে আলোচনায় আসেন তিনি। সব মিলিয়ে মানসিকভাবে ভেঙেও পড়েন এ সংগীতশিল্পী। দেশীয় সংগীতের লাইম লাইটে থাকা পারফর্মার মিলার এ নীরবতা হতাশ করে তার ভক্ত-শ্রোতা-দর্শকদের।
তবে তাদের কথা মাথায় রেখেই চলতি মার্চে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে মিলার। মাসজুড়ে গান নিয়ে ব্যস্ত থাকছেন তিনি। এরইমধ্যে তার এ নতুন যাত্রা শুরু হয়ে গেছে। জানা গেছে, স্টেজ শোর পাশাপাশি নতুন গানেও মনোযোগী হয়েছেন তিনি। চলতি মাসেই মিলার স্টেজ শো রয়েছে ৮টি। ‘হিরো স্বাধীন বাংলা কনসার্ট’-শীর্ষক এ আয়োজন হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এরমধ্যে ৪ঠা মার্চ গাজীপুর, ৮ই মার্চ খুলনা ও ১১ই মার্চ বরিশালে শো করেছেন মিলা। আর চলতি মাসের ১৫ তারিখ চট্টগ্রাম, ১৯ তারিখ কুমিল্লায়, ২৩ তারিখ ময়মনসিংহ, ২৯ তারিখ রাজশাহী ও ২রা এপ্রিল তিনি কনসার্ট করবেন রংপুরে। নিজের ব্যান্ডসহ এরইমধ্যে ভক্ত-শ্রোতাদের মাতানো শুরু করেছেন মিলা। এই ধারা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন। আর মিলার এ ফেরাকে সংগীতাঙ্গনের মানুষজনেরাও স্বাগত জানাচ্ছেন। এদিকে স্টেজ শোর বাইরে মিলাকে খুব শিগগিরই পাওয়া যাবে নতুন গানে। তবে স্টেজ ব্যস্ততা কাটিয়েই নতুন গানে মনোযোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। মিলা এ বিষয়ে বলেন, আমি আমার ভক্ত-শ্রোতাদের কারণেই মিলা হয়েছি। তাই মধ্যে বিভিন্ন কারণে বিরতি নিলেও ঠিকই তাদের মাঝে ফিরে এসেছি। আমি যে শোগুলো করেছি সেগুলোতে এত ভালোবাসা পেয়েছি সেটা বলে বোঝানো যাবে না। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ, আমি নিয়মিত ছিলাম না। তারপরও তারা আমাকে ও আমার গানকে মিস করেছেন। এখন থেকে নিয়মিত স্টেজ শো করবো বলে ঠিক করেছি। তাছাড়া আমি জানি নতুন গানের অপেক্ষায় রয়েছেন শ্রোতা-ভক্তরা। খুব শিগগিরই নতুন গান নিয়ে আসছি আমি। আশা করছি খুব ভালো কিছু হবে।