শিক্ষার্থীদের উপকারী জ্ঞান ও হালাল রিযিক লাভের দুআ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১০ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার
উপকারী জ্ঞান ও হালাল রিযিক সুখী জীবন ও সফল ক্যারিয়ারের অতীব গুরুত্বপূর্ণ দুই উপাদান। এ দুইয়েরই উৎস মহান রাব্বুল আলামিন। তাই এর জন্য বিশেষত শিক্ষার্থীদের ও সাধারণভাবে সকল মুসলমানের নিয়মিত আল্লাহর কাছে দুআ করা চাই।
কিন্তু, আমাদের এ দুআ যদি হয় সরাসরি নবীজির বলা শব্দগুলো দিয়ে, নবীজির ভাষায়, তাহলে তো এই আশা দৃঢ় হয় যে আল্লাহ আমাদের দুআ অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ! তবে চলুন একটি সহিহ হাদিস থেকে দুআটি শিখে নেই।
উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) প্রতি প্রভাতে নিম্নোক্ত দুআটি করতেন-
اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْماً نَّافِعاً وَّرِزْقاً طَيِّباً وَّعَمَلاً مُّتَقَبَّلاً
উচ্চারণ:- আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা ইলমান না-ফিআ ওয়া রিযক্বান ত্বাইয়িবা ওয়া আমালাম মুতাক্বাব্বালা।
অর্থ:- হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার নিকট উপকারী শিক্ষা, হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি। (ইবনে মাজাহ্, সুনান১/১৫২, ত্বাবারানী সাগীর, মাজমাউয যাওয়ায়েদ ১০/১১১)
ফজরের নামাযের পর দুআটি পঠনীয়। রাব্বুল আলামিন আমাদেরকে দুআটি অর্থসহ শিখে নিয়ে নিয়মিত পাঠ করার করার তাওফিক দান করুন। আমীন।