সব হল বন্ধ হবেনা, ইকবালের চ্যালেঞ্জ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩০ এএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার
আগামী মাসের ১২ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব সিনেমা হল বন্ধের ঘোষনা দিয়েছেন প্রদর্শক সমিতির নেতারা।
সিনেমা হল টিকিয়ে রাখার জন্য পর্যাপ্ত কনটেন্ট (সিনেমা) নেই। দীর্ঘদিন ধরে হল মালিকরা লোকসান গুনছেন দাবী করে বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সিনেমা হল বন্ধ রাখার এ সিদ্ধান্ত জানিয়েছেন তারা।
তবে দেশের সব হল এই নির্দেশনার অন্তর্ভুক্ত থাকলেও স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার এই নির্দেশনার অন্তর্ভুক্ত নয়। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার নওশাদ, উপদেষ্টা সুদিপ্ত কুমার দাস, মিয়া আলাউদ্দিন প্রমুখ।
প্রদর্শক সমিতির নেতাদের এমন সিদ্ধান্তের বিষয়ে ঢালিউডের অন্যতম প্রযোজক মো. ইকবাল হোসেন বলেন, হল বন্ধের এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকার মধ্যে কয়েকটি প্রেক্ষগৃহের জন্য কার্যকর হতে পারে। এছাড়া সব প্রেক্ষাগৃহ খোলা থাকবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ঢাকার বাইরের কোন প্রেক্ষাগৃহই বন্ধ হবেনা। প্রদর্শক সমিতির এই সিদ্ধান্ত দেশের ৮০ ভাগ হল মালিকরাই মানবেন না।
তিনি আরো বলেন, যারা সিনেমা হল বন্ধর ঘোষনা দিয়েছেন, তারা হল মালিকদের একটি অংশ মাত্র। এদের বাইরে আরো হল মালিকদের আরো সংগঠন রয়েছে। তারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন।