বিকেলে গণভবনে যাচ্ছেন ডাকসু ভিপি নূর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:২৬ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যলয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ভিপি নুরুল হক নুর। শনিবার বিকাল ৪টায় ভিপি নুরের নেতৃত্বে ডাকসু ও হল সংসদে নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিরা গণভবনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে অংশ নেবেন।
এর আগে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে নবনির্বাচিতদের আমন্ত্রণ জানানো হয়।
এ বিষয়ে শুক্রবার রাতে ভিপি নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী আমাদের ডাকসুর নির্বাচিতদের আমন্ত্রণ জানিয়েছেন। আমি মনে করি, আমদের যাওয়া উচিৎ। আমরা গণভবনে যাচ্ছি।
নুরের সঙ্গে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নির্বাচিত সমাজসেবা সম্পাদক আকতার হোসেনও যাচ্ছেন। এছাড়া ডাকসুর জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের প্যানেলের জয়ীরা সবাই যাচ্ছেন গণভবনে। ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি ২৩টি পদে জয়লাভ করেছে ছাত্রলীগের প্যানেল।
এরআগে শুক্রবার দুপুরে রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের দেখতে এসে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, আমি আন্দোলনকারী ভাই-বোনদের সঙ্গে কথা বলে এবং যারা এ নির্বাচনে অংশ নিয়েছে তাদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাব।
ডাকসুর নবনির্বাচিত স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, ডাকসু ও হল সংসদে আমরা যারা নির্বাচিত হয়েছি, প্রধানমন্ত্রী চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। আমারা গণভবনে যাবো। এটি আমাদের জন্য অনেক বড় সম্মানের। আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি আগামী দিনে শিক্ষার্থীদের যেকোন সমস্যার সমাধানে আমরা প্রধানমন্ত্রীকে পাশে পাবো।