শ্রদ্ধার না, দেখা মিলবে পরিণীতিকে!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার
মেরি কম, মহেন্দ্র সিং ধোনি, ববিতা ও গীতা ফোগাটের পর এবার বড় বলিউডে নির্মিত হচ্ছে ভারতের খেলোয়াড় হিসেবে প্রথম অলিম্পিক পদক জয়ী সাইনা নেহওয়ালের বায়োপিক। এতে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নের চরিত্রে অভিনয় করার কথা ছিলো শ্রদ্ধা কাপুরের। কিন্তু না এই চরিত্রে দেখা মিলবে পরিণীতি চোপড়াকে।
এর আগে বায়োপিকে অভিনয় করার জন্য ট্রেনিংও শুরু করে দিয়েছিলেন শ্রদ্ধা। মুক্তি পেয়েছিল সাইনার চরিত্রে শ্রদ্ধার ফার্স্ট লুক পোস্টারও। কিন্তু শেষ পর্যন্ত শ্রদ্ধা সিদ্ধান্ত নিয়েছেন এই ছবিতে অভিনয় করবেন না তিনি। তবে বিকল্প খুঁজতে বিশেষ বেগ পেতে হয়নি প্রযোজকদের। তাই এবার সাইনা নেহওয়ালের চরিত্রে দেখা যাবে পরিণীতি চোপড়াকে।
তবে শুটিং শুরু করার আগে পরিণীতিও কোচের থেকে ট্রেনিং নেবেন যাতে চরিত্রটি আরো ভালো করে ফুটিয়ে তুলতে পারেন। প্রযোজক ভূষণ কুমার জানিয়েছেন এবছরই সাইনার শ্যুটিং শেষ করতে চান তারা এবং ইচ্ছা আছে যাতে ২০২০ সালের শুরুতে মুক্তি পায় এই ছবি। তিনি বলেন, পরিণীতিকে পেয়ে আমরা খুবই খুশি। সাইনা প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছেন তার অসামান্য খেলার মাধ্যমে।
প্রসঙ্গত, সাইনা নেহওয়াল ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিক পদক জয় করেন। ৪ আগস্ট, ২০১২ তারিখে তিনি লন্ডনে অনুষ্ঠিত অলিম্পিকে ব্রোঞ্জপদক জয় করেন। প্রথম ভারতীয় হিসেবে তিনি বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ বিজয়ী। এছাড়াও, সুপার সিরিজ টুর্নামেন্ট এবং ২০০৯ সালে জাকার্তায় অনুষ্ঠিত ইন্দোনেশিয়া সুপার সিরিজ বা ইন্দোনেশিয়া ওপেনে শীর্ষস্থানীয় চীনা ব্যাডমিন্টন খেলোয়াড় ওয়াং লিন-কে পরাভূত করে সকলের মনোযোগ আকৃষ্ট করেন।