আবারো একসঙ্গে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার
ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। তাদের অভিনীত ‘পোড়ামন’ দারুণ সফল হয়। এই সিনেমার পর প্রায় পাঁচ বছরের বিরতি ভেঙে গেল বছর ‘জান্নাত’ ছবিতে দেখা যায় সাইমন-মাহিকে। এই ছবিটিও দর্শক মহলে বেশ প্রশংসিত হয়। বর্তমানে তারা ‘আনন্দ অশ্রু’ নামে আরো একটি চলচ্চিত্রের কাজ করছেন সাইমন-মাহি। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নয়, স্বল্পদৈর্ঘ্যের ছবির জন্য জুটি বেঁধেছেন তারা।
‘জীবন থেকে পাওয়া’ নামের স্বল্পদৈর্ঘ্যের এ ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাইদুর রহমান সজল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হয়েছে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। সম্প্রতি রাজধানীতে স্বল্পদৈর্ঘ্যটির শুটিং শেষ হয়েছে।
স্বল্পদৈর্ঘ্যটি নিয়ে সাইমন সাদিক বলেন, জাতির পিতাকে নিয়ে গল্প হওয়ায় ছবিটি করতে আগ্রহী হয়েছি। শুনেছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রটি দেখবেন আজ। এর পরই এটি অনলাইনে প্রকাশ করা হবে।
নির্মাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল অধ্যায় উঠে আসবে এ স্বল্পদৈর্ঘ্যটিতে। শনিবার প্রধানমন্ত্রীকে এটি দেখানো হবে। এরপর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দেশ ও দেশের বাহিরে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে। এটি দেখা যাবে ইউটিউবেও।