রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

গণভবনে ডাকসু নেতারা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরসহ নবনির্বাচিত নেতারা গণভবনে পৌঁছেছেন।

শনিবার সোয়া ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে তারা গণভবনে যান।  

এর আগে ভিপি নূর জানান, আমরা গণভবনে যাচ্ছি। যারা স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছি, তারা আলাদাভাবে যাচ্ছি। 

 

অন্যদিকে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ থেকে যারা নির্বাচিত হন তারা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে করে গণভবনের উদ্দেশে রওনা দেন।

এর আগে নুর বলেন, প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে আমরা সবাই অবশ্যই যাবো। এটা তো আর ব্যক্তিগত দাওয়াত নয়। ডাকসু ও হল সংসদে যারা জয়ী তাদের সবাইকে তিনি ডেকেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রধানমন্ত্রী।

এদিকে ডাকসুর নবনির্বাচিত এজিএস ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের বাসে করে গণভবন যাবো।