অভিনয় ছেড়ে দেয়ার বিষয়ে যা বললেন আমির
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১৯ এএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার
বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আমির খান। চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। অভিনেতার পাশাপাশি তিনি একজন নির্মাতা ও প্রযোজক। সদ্য ৫৪ বছরে পা রাখা এ প্রভাবশালী অভিনেতা এবার জানালেন কবে নাগাদ অভিনয় ছেড়ে দিবেন।
গেলো বৃহস্পতিবার তার জন্মদিনে এ অভিনেতা ঘোষণা করেন তার নতুন ছবি ‘লাল সিংহ চাড্ডা’র কথা। একই সঙ্গে অভিনয় ছেড়ে দেয়ার কথাও বলছেন নায়ক!
সদ্য এক সাক্ষাত্কারে আমির বলেন, হঠাৎ করেই ‘তারে জামিন পর’ পরিচালনা করেছিলাম। আসলে সিনেমা তৈরি বা অভিনয় এ সবই তো ভাল লাগে। কোনওটাই ছেড়ে দিতে পারব না। ক্যারিয়ারের শুরু করেছিলাম অভিনেতা হিসেবে। তখন ওটা উত্তেজিত করত। এখনো অভিনয় ছাড়তে পারব না। সে জন্য নিজের ভিতরের পরিচালককে থামিয়ে রেখেছি। কিন্তু একবার পুরোদস্তুর নির্মাতা হয়ে গেলে অভিনয় ছেড়ে দেব।
প্রযোজক হিসেবে ‘লগান’, ‘পিপলি লাইভ’, ‘ধোবি ঘাট’, ‘দিল্লি বেলি’, ‘দঙ্গল’-এর মতো ছবি ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন আমির। তিনি জানিয়েছেন, ক্রিয়েটিভিটি বজায় রাখা তার টিমের মূল উদ্দেশ্য। তাই যতক্ষণ না ভাল স্ক্রিপ্ট পাওয়া যাচ্ছে, ততক্ষণ ছবি তৈরির কথা ভাবেন না তিনি।