জন্মদিনে বঙ্গবন্ধুকে নিয়ে কিশোরের গান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪০ এএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে একটি গানে কণ্ঠ দিয়েছেন কিশোর দাশ। গানটির কথা লিখেছেন কবি সুজন হাজং। ‘জাতির পিতার শুভ জন্মদিন, শুভ জন্মদিন/ আঁধার কেটে আলোর পথে এলো সুদিন’ এমন কথার গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
গানটি সম্পর্কে গীতিকার সুজন হাজং বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। ৭মার্চের ভাষণের মাধ্যমে একটি নিরস্ত্র জাতিকে স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়ার মন্ত্র বুনেছিলেন বঙ্গবন্ধু। এ ছাড়াও তার বিস্তর রাজনৈতিক সংগ্রামী জীবনের কথা বাঙ্গালি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সেই বার্তাই গানের মাধ্যমে দিতে চেয়েছি। এটা বঙ্গবন্ধুর প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন।
সুমন কল্যাণ বলেন, বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি। তাকে নিয়ে লেখা গান-কবিতা হচ্ছে, হতে থাকবে। কবি সুজন হাজং বঙ্গবন্ধুকে ভালোবেসে চমৎকার একটি গান লিখেছেন। আশা করছি বঙ্গবন্ধুপ্রেমীদের কাছে ভালো লাগবে।
শিল্পী কিশোর দাশ বলেন, বঙ্গবন্ধু আমাদের অহংকার। আমাদের গর্ব। তাঁর জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে একটি গান গাইতে পেরে আমি আনন্দিত। গীতিকার ও সুরকারকে ধন্যবাদ জানাই চমৎকার এ গানটি আমাকে দিয়ে গাওয়ানোর জন্য।
গানটি কবি সুজন হাজং এর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।