বুধবার   ২০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

সেন্সরে যাচ্ছে ‘আবার বসন্ত’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪১ এএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

দর্শকপ্রিয় অভিনেতা তারিক আনাম খান অভিনীত চলচ্চিত্র ‘আবার বসন্ত’র সব ধরনের কাজ শেষ হয়েছে। এবার প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতির জন্য সেন্সর বোর্ডে যাচ্ছে  চলচ্চিত্রটি। বৃহস্পতিবার ‘আবার বসন্ত’ সেন্সর বোর্ডে জমা দেয়া হবে বলে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে ‘আবার বসন্ত’ প্রেক্ষাগৃহে মুক্তির দিন ঠিক করেছি। এজন্য চলচ্চিত্রটি মুক্তির আগে সেন্সর সনদ দরকার। তাই বৃহস্পতিবার সেন্সরে জমা দিবো ‘আবার বসন্ত’। আশা করছি আগামী সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তির ছাড়পত্র পাবে চলচ্চিত্রটি।

 

তিনি আরো বলেন, ভালো চলচ্চিত্র নির্মাণের জন্য তারকা শিল্পীর খুব বেশি দরকার হয় না, চলচ্চিত্রের গল্পটাই আসল। এবার গল্পের শক্তি নিয়েই কাজ করেছি। জীবনমুখী চলচ্চিত্র বানিয়েছি। আমার আগের চলচ্চিত্রগুলো থেকে পুরো নতুন ফর্মুলা ও গল্পের নির্মাণ হয়েছে ‘আবার বসন্ত’। যেখানে অভিনয় করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান, অর্চিতা স্পর্শিয়া।

এই প্রথমবার দুই প্রজন্মের দুই অভিনয় শিল্পী ঝাল-টক রসায়ন ফুটে উঠবে রূপালি পর্দায়। অসমবয়সী প্রেমের গল্প বলা হলেও এটি আসলে জীবনবোধের গল্প, মানবিকতার গল্প, পরিবারের গল্প, একাকীত্বের গল্প। যে কোনো গল্পই ভিন্নমাত্রা পায় যখন সেখানে একটি বার্তা থাকে।


তারিক আনাম-স্পর্শিয়া ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতু রাতিশ, করভী মিজান, মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, নুসরাত পাপিয়া প্রমুখ।

গত বছরের শেষের দিকে শুরু হয়েছিল ‘আবার বসন্ত’র শুটিং। এটি প্রযোজনা করেছেন ট্যাম মাল্টিমিডিয়া। ডিজিটাল পার্টনার লাইভ টেকনোলজিস লিমিটেড।